প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 9, 2025 ইং
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির যৌথসভা

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি টাঙ্গাইল জেলা শাখার নব গঠিত কমিটি এবং উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা গত রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা বিসিডিএস টাঙ্গাইল জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব আতাউর রহমান জিন্নাহ। সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিসিডিএস এর সভাপতি আবু সাঈদ চৌধুরী। উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার বিসিডিএস এর নবগঠিত কমিটির সহ-সভাপতিবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিটি উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। যৌথ সভায় বক্তব্য রাখে রাখেন জেলা বিসিডিএস এর সহ-সভাপতি আব্দুর রহমান, সুব্রত দত্ত, সদস্য বিপ্লব সরকার, আনিসুর রহমান চৌধুরী, নাজমুল হোসেন, ইস্কান্দার সাঈদসহ অনেকেই। উপজেলা থেকে বক্তব্য রাখেন মধুপুর উপজেলার সভাপতি, ঘাটাইল উপজেলার সভাপতি, গোপালপুর উপজেলা সভাপতি, কালিহাতী উপজেলা সভাপতি, বাসাইল উপজেলা সভাপতি, মির্জাপুর উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলার সভাপতি, সখিপুর উপজেলার সভাপতি, বল্লা বাজার সমিতির সভাপতি, করটিয়া বাজার সমিতির সভাপতিসহ অনেকেই। সকল বক্তাই আগামী দিনে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি এমআরপি বাস্তবায়নের জন্য শপথ গ্রহণ করেন এবং আগামীতে জেলা বিসিডিএস কমিটি এবং উপজেলা বিসিডিএস কমিটিকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য শপথ গ্রহণ করেন। সকল বক্তাই টাঙ্গাইল জেলার বিসিডিএস কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি মইনুল হক চৌধুরীসহ কেন্দ্র কমিটির সকল সম্মানিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com